ঘাস ফড়িং
মৌনী, তোমার নীরবতা ভালো লাগে না আমার,
চলে যাচ্ছি ঐ নীল নীলাম্বু পাহাড়ে;
তারপর অন্ধকারে,
আরও অন্ধকারে,
গভীর অন্ধকারে।
জানি, তুমি যাবে না সেথায় আমার সাথে।
ফিরে আসব আবার,
নয় কোনো হেঁতালতলে,
নয় কোনো বুনো
ফিঙে বা দোয়েল হয়ে;
প্রিয়ার স্নেহমাখা আঁচলতলে;
তোমার প্রিয় ঘাস ফড়িং হয়ে।
বসব তোমার নরম কোলে।
করব তোমায় অনুভব,
দেখব তোমার,
আমার জন্য অশ্রু ভেজা চোখ,
নোনাজলে করব অবগাহন,
আমার দুঃখ দূর করব সব।