শ্রাবণ আসবে বলে,
গহনা বানাতে ব্যস্ত সব কারিগর
এক এক করে ঝমঝম রিমিঝিম
উঠে আসে অলংকার
কবির কলমে।
গহনা পরে নেয়ে ঘেমে পাখিরা সব একশা
অলংকারের ভারে নুয়ে পড়ে ফুল লতা পাতা
পৃথিবীটা মাছের মতন স্থির চেয়ে থাকে অপলক নেত্রে
নোলক চুয়ে পড়ে হেমলক নিবুনিবু ভীরু দীপ শিখা ঘরে।
শ্রাবণ শেষে,
অলংকার সব খসে পড়ে জলশূন্য বেশে
তাল-পাকা হলকা গা পুড়ে
পোড়া মন সেঁধোয় কুঠুরির গহীনে একান্ত হিমবাহে।