এ-ও-সে

হে আলম-দরবেশ বাবাগন, শোনো দিয়া মন;

আমার বাবার ধন, চেটেপুটে গড়েছ ভিটা।
মায়ের দুধেল স্তন, চুষে চুষে করেছ চিটা।

আমরা অভাজন, অনাহারে অর্ধাহারে থাকি।
এবার বলতো মন, কী আর খাওয়ার বাকি?

করে সম্পদ হরণ, বিদেশেতে রাখো ঢাকি।
জেগেছে জগজন, ফিরাও তোমার
আঁখি।

লড়ছে ভাই সুমন, আরও কি দিবে ফাঁকি?
হোক কারাবরণ, এবার বিচারের আশায় থাকি।

(দ্রষ্টব্য : কবিতায় মেটাফোর, সিমিলি ব্যবহার করতে গিয়ে কোনো শব্দের সাথে কারো নাম মিলে গেলে, আমি দুঃখিত। 'এ-ও-সে' - আজেবাজে লোক- সংসদ্ বাঙ্গালা অভিধান। দুধেল স্তন - সুজলা সুফলা ধনশালী বাংলা। এটা শুধু সামসময়িক দ্রোহ নয়, ভারত উপমহাদেশের চিরায়ত আর্থ-সামাজিক রূপ)