মানুষেরা তোমাদের বিষ দিয়ে যাবে-
বিষকে বিষয় করে, বিশেষে রেখো তো
পৃথিবীতে বহু কবি পাখির মতন
এসেছেন-গিয়েছেন, তুমিও যে তাই;
মানুষেরে পুষে যাও-- ভালোবেসে যাও--
মসির আঁচড়ে মুছে দাও মানুষের ব্যথাগুলো
জীবনের কথা কও বন্ধু
মৃত্যুকে প্রণাম কোরো জীবন-স্মরণে
মরণবিজয়ী তুমি জীবনপ্রেমিক
মরণের ভাব জেনো মানুষের নয়;
কবিরা তাঁদের মৃত্যুলীলাকথা ভুলে যাক সব
আমি তো মানুষকবি চাই!