ধৃ
শাশ্বতী ধৃতি
ত্রিকাল নন্দিত মানুষবিজ্ঞান
মানুষেরে গড়ে তোলে মাটির কবিরা
সাত্বত ছন্দে মাত্রাময় তুমি
শব্দ হয়ে জন্ম নাও
তুমিও শব্দধ্বনি...

নৃ
নৃ-যজ্ঞবেদী!
তোমার আমার চঞ্চল মনাগ্নি জ্বেলে
বিহিত মন্ত্রপাঠ করি-
"এসো মানুষের জয়গান করি
মানুষেরে বলি:
পর  বলে কেউ নেই আপামর জনতায়.."

শ্রী
সেবার মতন আর
কী আছে সুন্দর,
বনের পশুর কাছে
শিখে এসো মানুষেরা-
পশুত্ব দমে যায়  সেবামুখীনতায়
লোহার শেকল-সম এই
শক্ত বশীকরণ!