তাপহারী পরিবেশে জলও বরফ
আপেক্ষিকও চিরন্তনী সূত্র ধরে চলে-
অসাধুআবেশে যার আন্তরিক টান, সেই হবে
শক্ত শয়তান- এই বাক্ চিরন্তন
তাপোৎপাদী পরীক্ষাগার!
গলে যায় সোনা রুপা লোহা নিকেল পিতল...
যত শক্ত মৌলিকত্ব- জলের মতন হয়ে যায়!
জীবন-জনন সব তাপমাত্রিত সত্ত্ব
তাপশূন্য রক্তমাংস মৃত্যুর আধার
তাপবিজ্ঞানকে জেনো মহতী দর্শন।
অহং-কঠোর মন?
ওই ভক্তিতাপে অশ্রুবাষ্পে দেখো সজল স্বরূপ,
পাথরের বুক ঘষে আগুনে পুড়েছি-
তোমার প্রেমকে তাই সহস্র প্রণাম!