পণ্ডিতির শেষ নেই নাম সুরেন মাস্টার
চুলকালে মাথাটা ইউজড্ হয় ডাস্টার
মাথা ঘষে সাদা করে চুলকিয়ে তখুনি
এ নিয়ে বললে কেউ খাবে যা-তা বকুনি!
মাস দেড়েক আগে তার ভুতুড়ে চিন্তায়,
পাটশালা খোলে সে লোক যাতে জ্ঞান পায়।
কারে না জোর করে এনেছিল ওইখানে?
কারে না বলেছিল ওই পাঠে যোগদানে?
গরু-ছাগল হাঁস-মোষ সবকিছু ছাত্র,
শেখাতে হবেই পেলে জীব মাত্র!
একদিন হলো কী জানো কেউ তোমরা?
রামছাগল পড়াচ্ছিল করে মুখ গোমড়া;
যতই পড়াচ্ছে- ছাগল তো ডাকে ম্যাঁ,
অমনিই পিটিয়ে বলে, এই, ডাকিস ক্যা?
পেটানোর শেষে, খুব আদরে বলে, শোন,
দাড়িগুলো কেটে ফেল্, ভাবে কী লোকজন!
অমনিই কোত্থেকে নিয়ে এসে কাঁচিটা
কেটে দেয় জোর করে ছাগ দাড়িগাছিটা!
সুরেনের এমন সব শিক্ষার ধারাটা,
দেখে খুব হাসি পায় সাহস নেই হাসা-টা!
দাড়ি ছাড়া ছাগল আর দাঁড়িঅলা ছাগলে
অভেদ শিক্ষা নেয়, শেখায় যত পাগলে।