কঙ্কালবিহীন মেরুদণ্ডবিহীন জীবদের 'কীট' বলে জানি,
মেরুদণ্ডটা থেকেও লেজ থাকে যদি-
পাশবিক দেহ তার-- কুকুর-বানর মতো;
লেজ ছাড়া মেরুদণ্ডী সর্বশ্রেষ্ঠ সৃষ্টি :
শ্রেষ্ঠ এ সৃষ্টিদর্শন
তোমার ভাবনারও একটি গঠন থাকবে
কোনো এক শ্রেষ্ঠের কঙ্কাল মতন
তোমার সাহিত্য হোক- কোনো
মেরুদণ্ডী সু-সাহিত্য; অজ্ঞানতা-লেজ নেই কিন্তু!
ট্রাজিক ভাবনাগুলো 'ভাব না' বলেই জেনো
জীবনের পথে চাই সমাধানী মুখ;
অবিবেকী সংস্কৃতি যত, সব শাতনিক কৃষ্টি,
জীবনকথায় আসে জীবনীয় যুগ।
পৃথিবীর জন্য কত বুক ফাটে জানো-
মেরুদণ্ডী হিতকথা যত পারো বলো,
জ্ঞানহীন লেজঝোলা দৃষ্টি কেন আনো?
অনুকূল ভাবনায়-- চলো, ওগো চলো!