তোমার কথা ক'টা শুনি?
তাই জীবনের স্বাদ আলুনি!
তোমায় ভুলে আত্মখুনি,
অহংকারের কু-বীজ বুনি,
চাচ্ছি হতে মহাগুণী,
চাচ্ছি হতে রত্নমুনি,
স্বভাব-কে তাই দিই বকুনি!
হঠাৎ দেখি বুকের কোণে,
রয়েছ তুমি আপন মনে,
আঁতকে উঠি ঠিক তখনে,
বলছি কথা নিজের সনে-
রাখব তোমায় মরণ-পণে...
তুমি আমি এক হবো আজ
তোমার রঙে আমার এ সাজ,
তোমার সুখে করব সব কাজ,
তোমার নীতি তোমার স্বরাজ,
তোমার গড়ন তোমারই ছাঁচ,
তোমায় পেতে না-ছাড়ি কাছ;
আর না তোমায় হারাতে চাই :
'বিবেক ছাড়া মনের দাম নাই'
বলছি তাই অন্তঃকরণে-
রাখব তোমায় মরণ-পণে...