জলভাপ ছাড়া সিদ্ধ হয় কোনোকিছু? জলশূন্য,
পূর্ণশুষ্ক যতকিছু -
ভাজাপোড়া হয় নির্বিশেষে
নিরস অহংকারে অহংপুষ্ট যদি-
সিদ্ধ বলি তারে? কোন অগ্নিতাপে কোনকালে
সিদ্ধ হয়েছে কোন শুষ্ক বস্তুু?
গভীর জিজ্ঞাসা নাকি ঝড়সম প্রতিঘাত,
আপন শাসন তাই বিশুদ্ধ বিবাদ।
সে শ্যামলসঞ্চেতনা:
সদা জলহীন আখি! আজ প্রিয় ডাকি-
দাও, ওগো, ভক্তিজল- দুই আঁখি ভরে
পাপ-অহং ক্ষমা করে...
জল জেনো বীজসম, জলই জীবন
কামজ জলজ তরু অজ্ঞানতা-খেতে;
পাপ-প্লাবনের বিলে জলে ডুবে মরো?
আঁখিভরা জলে পেতে ত্রাণকর্তাদৃষ্টি!