অনেক সাহস আমার বুকে ভয় করি না কিছু,
কার বা হিম্মত আছে বলো ধরবে আমার পিছু!
পাড়ার লোক সব উল্টোপাল্টা, যাচ্ছেতাই সব ভুল,
খাই যে একটু নিসিন্দা বিড়ি ওরা ভাবে গুল!
নাম তো আমার বীরু বল্লভ ওরা ডাকে ভীরু
সে রাগেই তো হচ্ছে আলগা মাথাটার ইস্ক্রু!
এসব কথা বলছে আর সে হাঁটছে একা একা
কারো দিকে তাকায় না সে কার কাছেই বা ঠেকা!
টেকো এক লোক উঠলো বলে, যাচ্ছো কোথা শুনি!
উত্তরের ভাব এমন দেখায় ভীরু তো এক গুণী,
ভীরু বলে, যাচ্ছি আমি বাঘ মারতে দেখো-
তবু কেন মিছেমিছি পিছে তুমি ডাকো!
পথ ছেড়ে ভাই দাঁড়াও সরে, বাঘ মারতে আজ যাচ্ছি-
কী ভেবেছ? বাঘ মারব আজ ভয় কি আমি পাচ্ছি?
ভয় করি বাঘ? ভাবছ কী-সব? বিশ্রী , যা-তা!
পথের লোকটি বিদায় দিতে হাসছে হিক্কি.. হা হা...
খানিকবাদে এলো ফিরে বাঘ শিকারি লোক,
কী হলো ভাই? বাঘ কি মারলে? রাঙা কেন চোখ?
হাঁপিয়ে খুবই বলছে ভীরু, যাবো না এইবেলা
তিন রাস্তার ওই মোড়ে দেখি ডালকুকুরের মেলা
কুকুরের ডাক শুনলে আমার পরাণ চমকে ওঠে
সত্যি বলছি, বাঘ-এ আমার ভয় করে না মোটে
দেখো তুমি বাঘই মারব আগামীকাল দেখো...
এসব শুনে কালচে দাঁতে হাসছে ওই সে টেকো।
বাঘ মারতে চায় কুকুর ডরায় এমন সাচ্চা বীর,
আমি সেই বীর তুমি সেই বীর কি উন্নত শির!