মুক্তির রক্তের দাগ মুছে যাবে দেখো--
বৃষ্টি কিংবা রৌদ্রের ধাঁচে;
বাঙালিরা আসমান চেনে মাটি অচেনায়,
খুতের ভাতকে জানে পুষ্ট অন্নভোগ!
বিলাসী ঘুমের বাসে আইনের বেড
রক্তের চিহ্ন যে তাই ময়লার দাগ!
মাটির দুলালী কোনো ভুঁইফোড় নয়,
তুমি আমি বেহিসেবী রুগ্ন দৃষ্টিঅলা।
মুক্তিহীন জাতি তুমি যুক্তিহীন দ্বন্দ্বে,
দ্বন্ধসুখ বিচার যে পূর্ণ যমনীতি;
বিচারবিহীন উল্লাসে তো যমজ নরক,
তোমার গমন তাতে সার্থকতা কী-বা?