১ কোনো মৌলিক সংখ্যা নয় কোনোদিন -
পরমাত্মা চায় তাই জীবাত্মার লীলাদেশ
বহুত্বের মধ্যে একাত্বের সূক্ষ্ম সঙ্গম
যে-সংখ্যা ১ এবং সে-সংখ্যা ছাড়া
অন্যসংখ্যা দ্বারা বিভাজিত হয় না-
মৌলিক সংখ্যা তাই।
১-খোদা বই অন্য কারো গুণনীয়ক নই আমি
আত্মিক গুণনীয়ক-সহ ১ বা অদ্বিতীয়ের গুণনীয়ক নিয়ে
আহা মৌলিক গুণরাজির স্বপ্রকাশ!
'আমি' নিয়ে তাঁর গুণনীয়ক
উৎপাদক-এ একজোড়া বিনির্ণয়,
ধ্যানসঙ্গমে মৌলিক আলোক ধারা!
অসীম ক্রমিক সংখ্যায় দেখো মৌলিক খুবই কম
মানুষের মধ্যে মৌলিক গুণী নূন্যতম তাই
১ আদর্শ তাই গণিত-মৌলিক
গণমানুষের ১-মুখীনতায় চিরগুণ চিরকাল।