মলাবদ্ধ জীবদেহে আমন্ত্রিত মৃত্যু,
সদাচার আয়োজনে রোগের প্রস্থান।
নিজহাতে নিজমল পরিষ্কার করি-
কোনোদিন জাগে না তো ঘৃণার অঙ্কুর!
পরমল ভাবতেই ঘৃণা বমি পায়;
পর মানে মলসম? আপন স্বভাব ধিক্!
অপর স্বভাব ধোও নিজহাতে যদি
তাকেই আপন বোলো;
স্বভাবশোধক এক বড়ো সংস্কার-
পরমল নিজহাতে শোধন যেমন।