সৃষ্টির আদিতে এক শব্দ ছিল জেনো,
ছন্দিত শব্দই বিধাতার সে-বিমূর্ত কায়া;
মানুষেরা কবি নন, কবিতার একধারা শুধু
বিধাতাই অদ্বিতীয় কবি প্রকৃতি-পৃষ্ঠায়
নিঃশ্বাসের মাত্রা তাই জীবনের কাব্য...
জলের তরঙ্গে লেখা মানুষকবিতা
পিতার কলমে যা-ই প্রাণপূর্ণ পদ্য;
কবিতাকীর্তন মানে বিধাতার গীত
ছন্দহীন জীবন তো মাত্রাহীন কাব্য;
স্রষ্টার গ্রন্থ যে তাই ছন্দিত প্রকাশ
মানুষের থেকে বড়ো ধর্মকাব্যে ধিক্!