আমার মায়ের শরীরে স্বর্ণের অলংকার
দেখেনি তো কেউ !
একদম সরলা ও মাটির মতন
ফুলের মতন ওর সাদা হাসি মুখে
ও নিজেই কোনো জ্যোতির্ময়ী দ্যুতি
সোনার বালার মতো ওই আমার মা-
শ্রীমতি কাঞ্চনদেবী জেনো মাটিমনা শ্যামলের জন্মদাত্রী।
ওর ঘামেভেজা গতরের ঘ্রাণ আর জলকাদামাখা
মৃন্ময়ী মুখোশে দেখো বঙ্গকৃষিকারু
আমি ওর ঝরা ধান স্বর্ণশোভা তাই
আমার ফসলী ঘ্রাণ সব জেনো ওর
চিরায়ত কাব্য খুড়ি জন্মমাটিদেহে!