সূর্যের নিখুঁত সে নিয়মানুবর্তিতা
কোনো এক শিক্ষকের মতো
আমাদের শিক্ষা দিয়ে যায় :
জীবন মানেই- সূর্যসূত্র
আলোক-উৎস জৈবিককানুন
আত্মক্রমবির্তনেই নিখুঁত জীবন
নির্মল চোখেরা সব স্বস্তির ভূপতি
আর কতকাল শাতন-নীতিতে তুমি
উৎস-বিমুখ কর্ম নিয়ে চলবেই!
নাগরিকত্বের জন্য চাই সূর্যনীতি
তুমিদেশ আমিদেশ অখণ্ডন-শেষে স্বাধীনতা।