পেটে ও পিঠে দু'পাশেই পাকস্থলী আমার,
উদরের আধিক্যে তাই অনুদার সৎ!
পুষ্পাঞ্জলির ফুল সব নদীর জলে ভাসে,
পুজোর পরদিনে জেনে যাবে ফুলেরা।
আমিও জেনে গেছি নিভৃতেই আলো,
খোলা চোখে যা দেখি সেই তো আঁধার।
মহতী জীবন তাই স্রোতে ভাসা ফুল,
মহাপ্রাণ বাক্যালাপ ত্যাগের শোকেস।
জগতের সব জড় শব্দটুকু বাদে,
পরিবার ভুলে যাবে আমার স্মারক!