সিগারেটে আগুন লাগিয়ে
ধোঁয়া টেনে কলজে ভিজায় ওই নিলাজ নেশাখোর;
সিগারেটজীবনের এই যে পুড়ে যাওয়া,
নিঃশেষ হয়ে যাওয়া,
অপসৃষ্ট হওয়া-
এসব নেশার খবর মাদকমন্তব্যে;
মাদকসেবিরা জানে- কোনটি পোড়ালে নেশা হবে,
মাদকসেবিরা জানে- কোনটি পঁচালে মদ হবে...
''অপসৃষ্ট' গ্রহণেই নেশা জাগে, জেগেছিল, জাগবে'- একথায় আছে সুগভীর কবিকল্পনেশা।
অপরের সুবাসিত মান পুড়িয়ে পুড়িয়ে
নিন্দানেশায় তন্দ্রাঘোর ওসব যাচ্ছে মাতাল!
আমি মাতাল, তুমি মাতাল,
মাতাল কি সব এই মানুষপরম্পরা!
পর-সম্পদের গন্ধে দেখো বিষম নিরানন্দে
ঈর্ষানেশায় রাঙাচোখা তোমার প্রতিবেশ!
অপরের দোষ খোঁজায় বেদম মাদকতা! সিগারেট?
ধুর ছাই!
স্বাস্থ্যভুক পর্ণখোর নেশামুক্ত নয়,
ধর্মভাং-এর কু-রসপানে মত্ত মেদিনী!
কার নেই অপনেশা জগতের বুকে?
কেউ মরে নিরিবিলি কেউ মরে ধুকে!
মরণের নেশা ভুলে জীবনমুখী হলে-
আমিও যে নেশাখোর তোমাদের দলে।