বঙ্গবুদ্ধিবিনাশক যতকিছু-- সব শত্রু -
সব শত্রু বলে জেনো পাকিদের মতো;
পাকিরাও বন্ধু হতে পারে বঙ্গবুদ্ধ হলে;
বাঙালিও শত্রু বটে পাকবুদ্ধ যদি!
পাকিদের চিন্তা যদি আজো লঘু থাকে-
বুদ্ধিজীবী হত্যা হচ্ছে জৈব সংক্রামনে
রাজাকার পুত্র যেই পড়শি আমার-
স্বাধীন বংলায় আজ দেশপ্রেমী ঝুট!
বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ আজো চলমান-
আমরা দেখি না ঠিক বুদ্ধিহারা তাই।
বুদ্ধিজীবী হত্যা নিয়ে স্মরণ সভায়,
জেনে নাও পরিচয় উচ্চ বক্তা যারা
পাকিমুক্ত কতটুকু শুদ্ধ বঙ্গমনে-
অন্যথা ভেবো সে- ওই পশ্চিমা মার্জার।