ওই তো শব্দেরা রেখে গেল- ঘুম ভাঙার ইঙ্গিত
ওই পর্শে আমি যেন অনন্ত নির্ঘুম...
ওই রূপ রেখে গেল মোহন শুভেচ্ছা
ওই রস 'আমি' হয়ে- ফুটে ওঠে প্রজন্ম প্রকাল
সেই গন্ধে ভাসে তাই পার্থিব মরণ!
মায়া মানে- অর্থহীন হঠাৎ-আঁধার,
জলজ অজ্ঞানে এল জারজ যেমন;
মায়াকাড়া স্মৃতি যত : পথের আঁকড়-
হাঁটি আর পথে পড়ি স্মৃতি-গল্পদের!