যদি পারো, একটু খুশি
ছড়িয়ে দিয়ো ওদের প্রাণে,
দূঃখ যাদের পথের কাব্য
নিত্য অশ্রু উজান টানে।
যদি পারো, ওদের কষ্টে
একটু ভোরের স্বপ্ন হয়ো,
শীত বর্ষা গ্রীষ্ম -খরায়
হাতটা ধরে সঙ্গে ব'য়ো।
যদি পারো, হাত বাড়িয়ে
বন্ধু হয়ো ওদের জন্য,
দেখবে হৃদে সুখের প্লাবন
এ মানব জনম হবে ধন্য।