হাজার-লক্ষ ওয়াটের আলো হয়তো জ্বেলেছো,
কিন্তু, আঁধিয়ার সরাতে পারোনি।
মোটা- মোটা পুঁথি পড়েও সহজ সত্যটাকে
বুঝতে চাওনি।
তাইতো ধুলি ধূসর পান্ডুরতা,
বিবর্ন সবুজ।
প্রলয়ান্ধকারে বীরত্বের আখ্যান লিখতে,
বন্ধ্যা করেছো বসুধার মাতৃত্ব।
প্রসারিত করেছো নির্মেঘ রুক্ষতা,
তাইতো, জ্বালা ধরে তোমারই শ্বাসে-প্রশ্বাসে
তবুও নির্বাক তুমি .....