সিংহ, তোমার নাম যে সিংহ
তা কি তুমি নিজে জানো?
সব্বাই বলে,-" বনের রাজা"
তুমি কি নিজে তা মানো?
রাজার তো থাকে রাজ দরবার
আবার রাজ সিংহাসন,
সেপাই -মন্ত্রী নিয়েই রাজা
রাজ্য সে তার করে শাসন।
কিন্তু,কোথায় তোমার রাজ পোশাক রাজন?
কোথায় শিরস্ত্রান?
সব দিয়েই তো হয় প্রমান
রাজার সে রাজ মান।
মুচকি হেসে, বলে পশুরাজ-
রাজবুদ্ধিই তো রাজপরিচয়
কখনোই রাজার পোশাক নয়।
বুদ্ধি ছাড়া পোশাক দিয়ে কি
কখনো দেশের রাজা হয়?