গরিবী ঘোচাতে করো পণ রাজা, গরীব সরাতে নয়,
যে শ্রমিক -কৃষক দেশ গড়ে আজ, তাদেরই বিপর্যয়।
যে চাষিরা মাঠেতে ফসল ফলায়, তাদেরই জোটেনা ভাত
যে দিন মজুর আলো জ্বালে পথে, তাদেরই গহন রাত।
এ ভুল নিয়ম বদলাও রাজা, করো এর সমাধান
যে দিন বদলের দিয়েছিলে কথা, রাখো সে কথার মান।
রাজা দিয়োনাকো অপমান।
পথের বিভেদ মুছে দিয়ে রাজা, বাঁধো সাম্যের গান
প্রজায় করেনাকো খান -খান।
তোমারই ভাবনায় দুঃখী দেশ- প্রজা হারিয়েছে তারা পথ
তাদেরই রক্ত -ঘামেতে গড়া তোমার এ বিজয় রথ।
ক্যামন তোমার এ রাজ ধর্ম গো রাজা,
রাজা হয়ে ভুলে যাও?
অভাবী প্রজারা কাঁদে হাহাকারে, ডুবছেপথের নাও।
কতদিন আার এই অনাচার, বলো ওগো রাজা চলবে?
কেড়েছো যাদের ন্যায় অধিকার, আজ তারা শেষ কথা বলবে।
দাম্ভিক রাজা তোমার পাপের ঘড়া, অনাচারে পরিপূর্ণ
যারা গড়েছিল রাজা, আজ হ্যাচকা টানে নামাবে ধূলোয়,
তোমার দর্প-অহং করে দেবে তারা চূর্ণ।
করি অনুরোধ, থাকো নিয়ে রাজ ধর্ম ও রাজা,
রেখো প্রজা সন্মান।
রাজা করোনাকো অপমান।।