বাবা মানে,রোদ্রে -ঝড়ে মাথার উপরে ছাদ,
বাবা মানে সিঁড়ি -সোপান, বাড়িয়ে দেওয়া হাত।
বাবা মানে স্যাক্রিফাইস, ঠিক - যেমনটা প্রদীপ,
কূলহীন সাগর মাঝ দরিয়ায়, আস্ত একটা দ্বীপ।
বাবা মানে, উজান বাওয়া ভারবাহী এক প্রাণ,
যে কর্তব্যে সদা অবিচল পৌছে দেওয়ার গান।
যত দূর্গম ই হোক সে চলা,হবেই যে তাকে পারতে,
শুধু বাবাই পারে সন্তান সুখে,সুখী হয়ে হেসে হারতে।
বাবা মানেই অন্ধ আশ্বাস,হাত ধরা এক বিশ্বাস,
বাবা মানেই প্রতিটি পলে অস্তিত্বের গহন শ্বাস।
সেই তো, আঙুল ধরা শ্রেষ্ঠ সঙ্গী, পথ হোক কঠিন বা রুক্ষ,
হাত না ছাড়ার শপথ -ব্রত, সুখ বা আসুক দূঃখ।
এই বাবার ই যখন আসে বিকেল, সূর্য ঢলার বেলা,
যেনো,আমরা সুখে-দুখে সঙ্গে থাকি, না করি অবহেলা।
সবাই মিলে গড়বো আমরা, "ভালোবাসার আশ্রম"
কেউ যেনো আার না যায় চলে, দূরে বৃদ্ধাশ্রম।
তাই যেনো হয় সকল জনের, সব হৃদয়ের চাওয়া,
তবেই হবে এ জীবন চক্রে, ধন্য সকল পাওয়া।