মানুষ নাকি শ্রেষ্ঠ বোধের
মানুষেরাই বলে,
বক্ষে যাদের হিংসে তাদের
শ্রেষ্ঠ বলা চলে?
মানুষ ই তো অস্ত্র গড়ে
প্রাণ কাড়বার জন্য,
তবু্ও তাদের মহান বলে
করতে হবে গন্য?
বারুদ গন্ধে বিষিয়ে বাতাস
কারা করে যুদ্ধ?
শ্রেষ্ঠ যদি, হয়না কেনো
ধ্বংস যুদ্ধ রুদ্ধ?
মানুষ যদি শ্রেষ্ঠ তবে
কেনো এ রণ সজ্জা?
প্রাণ কাড়া তো শ্রেষ্ঠত্বের
শ্রেষ্ঠ বলার লজ্জা।
তবুও মানুষ শ্রেষ্ঠ, কারণ,
পারে তারাই ভালোবাসতে,
সব বিলিয়ে নিঃস্ব হয়েও
মানুষই পারে হাসতে।