তোমার ই আগামী সন্তানেরা প্রশ্ন করবে
আমরা পা রাখবো কোথায় ?
কোথায় আমাদের শোওয়ার ঘর,
কোথায় বা  বসে খাবো  আমরা?
কারণ, সব তো দখল হয়ে যাচ্ছে
আগ্রাসী রুক্ষতার থাবায় সবুজ আজ বিবর্ণ।
সকালের ঝলমলে আলোর মধ্যেও
অধরা তীব্র অন্ধকার,
চোরা বালির, মতো পায়ের তলা থেকে তিল তিল
সরে যাচ্ছে ঠিকানা.........
বিবেকের-মনুষ্যত্বের,কর্তব্যের..........
ক্রমশ  তলিয়ে যাচ্ছি, অস্তিত্ব হীনতার গহনে
দলে ভারী হয়ে,দখল নিচ্ছে নৃশংসতার অন্ধকার.......