আজ,আমি যখন আরশিতে আমারই মুখাবয়ব দেখি,
ভারাক্রান্ত হয়ে  পড়ি।
এই সেদিনের টানটান মুখে আজ অজস্র বলিরেখার হিজিবিজি মানচিত্র।
মুখমন্ডলে চড়াই-উৎরাই উপত্যকা।
সর্বাঙ্গে সায়ান্হের ধূসর মলিনতা সুস্পষ্ট।
সময় যেমন ভরিয়ে দেয়, আবার সব কিছু নিংড়ে কেড়ে
নিঃস্বও করে দেয়,বুঝতে পারি দ্বিপ্রহরের দীপ্তচ্ছটা
অপসৃয়মান, স্রোত এখন ভাটার টান,
মধ্যান্হের ঔজ্জ্বল্যে ক্রমশ ছায়ার কণারা দিনান্তের ছায়াঘন
মিহি ওড়না উড়িয়ে জানান দেয়, সন্ধ্যা সমাসন্ন।
অথচ কতো জানা হলো না, এই তো সেদিনের ও,
যা আজকে অতীত, চলচ্ছবি হয়ে বুকের মধ্যে হাঁটে
কথা বলে। এখন বুঝতে পারি, হয়নিকো করা,
সময় মতো যা উচিৎ ছিলো।
অপূর্ণ ইচ্ছে গুলো এখন বুকের মধ্যে হামাগুড়ি দেয়,
আঁকিবুঁকি কাটে। আজ, অনুভূতিতে ফেরার অস্পষ্ট ডাক
শুনতে পায়........, শুধুই দীর্ঘ শ্বাস পড়ে.....

.