লেখা পড়া শিখলেও যেই দেশে নেই মান
কিবা হবে, সে দেশের ভবিষ্যৎ পরিণাম?
যেই দেশে ঘুষ দিয়ে শিক্ষকতা কেনা যায়,
পড়াশোনা জানা জন ই সেই দেশে খাবি খায়।
কারণ, পকেটে তার ঘুষের তো চাবি নাই।
যেই দেশে ফেলুরাম ঘুষে হয় দাক্তার,
সেই দেশে ঘুষ দিলেই হওয়া যায় মোক্তার।
যেই দেশে রক্ষক ই চুরি করে দেশটা,
কিবা হবে সে দেশের ভেবেছো কি শেষটা?
বিচারক ও ঘুষ নেবে ঘুষ খাবে থানাদার,
অপরাধী জয়ী হবে সত্যের ই হবে হার।
যেই দেশে মিলে রাজা দেশটা ই করে লুট,
প্রতিবাদী সাজা পায় সন্মান তো পায়- ঝুট।
বুঝেছো কি সে দেশের কি'বা হাল হতে পারে?
মিথ্যের ই হয় জয় সত্যেরা তাই হারে।