ধনবান এর রথের চাকা গরীবেরাই গড়ে
সেই চাকাতে চাপা পড়ে গরীব জনই মরে।
গরীবেরাই কলের শ্রমিক মাঠে ফলায় ধান
খিদের জ্বালায় উপোষী শ্রমিক পায়না শ্রমের মান।
আকাশচুম্বী অট্টালিকার পাশেই অন্ধকার
দূ্র্গন্ধময় এঁদো বস্তির দূঃখ কারাগার।
দশটা গাড়ীর মালিক যেজন আরো গাড়ি কেনে
গরীব যে জন ডুববে আরো সবাই গ্যাছে জেনে।
গরীব যদি না থাকেতো টানবে বোঝা কারা?
তাইতো গরীর থাকবে গরীব এটাই পরম্পরা।
গরীবি টা ঘুচে গেলে এগিয়ে যেতো দেশ
বিশ্ব জুরে গরীব জনের দূঃখ হতো শেষ।
ভোটে জেতা যারা নেতা চায়না বদল তারা
তাইতো গরীব আধপেটা খায় তারাই ভিটে হারা।