ফুটপাথে ফোটে ভাত
ফুটপাথে নামে রাত,
কালো রাত -পিশাচ রাত।
ফুটপাথে গাঢ় শীত,
খুন চোষা গায় গীত।
ছেঁড়া চটে ঘেরা ঘর,
মেঘ ডাকে গড় গড়।
রাতভোর টুপ টাপ,
এ-যেনো, ঘোর অভিশাপ।
মেয়ে যে হয়েছে বড়,
তাই,ভয়ে বুক থর থর।
এলো বুঝি কালো ঝড়।
লুটে নেবে দীন গড়।
আজ,কে দাড়াবে পাশে তার?
আছে, গরীবের যে শুধু হার।
রাজা আসে -রাজা যায়,
কতকিছু বদলায়।
কিন্তু,অভাবীর একই ঠাই,
কালো রাত- পিশাচ রাত
আর, আছে শুধু, হায় হায়।