যে মাটি খিদের আহার যোগায়
তাকেই গড়ছি বন্ধ্যা?
বিষিয়ে দিচ্ছি জল আর বাতাস
তাইতো অকাল এ সন্ধ্যা।
অজানা হাজার রোগের প্রকোপে
নিচ্ছে কেড়ে অগুনতি প্রাণ,
জেনে বুঝে-ও তবু হয়েছি অন্ধ
রুদ্ধ করেছি বোদ্ধা কান।
যে ক্যারি ব্যাগ, নিত্য ছড়ায় দূষন
জেনেও করছি ব্যাবহার,
তবে কি চাইছি, আগামী শিশুর
বিষের অনলে গহন আঁধার?
এসো,এখনই সবাই নিই শপথ
হোক, ক্যারি প্লাস্টিক বন্ধ,
কেউ যদি নেয়, তাকেও বোঝাবো
নতুবা, প্রকৃতি হারাবে ছন্দ।
এই মাটি থেকে করবোই বিদায়
ভিুল ভাবনার এ ব্যাবহার।
স্নিগ্ধ রাখবো এ প্রাণের পৃথিবী
ঘুচিয়ে দেবোই সকল হার।