একটা তীব্র ঝড় উঠুক, বিপ্লবাত্বক সাইক্লোন,
সমস্ত অসার চেতনায় প্রচন্ড ঝাঁকুনি
দিয়ে জাগিয়ে তোলা ঝড়।
যেমন, ফাগুনের পর চৈত্র সরিয়ে
আসে নব মহিমায় রুদ্র রূপিনী কাল বৈশাখ,
সকল জীর্ণতাকে ধুয়ে মুছে, ভেঙে চূর্ণবিচূর্ণ
করে নব কিশলয়ের আহ্বান করে।
ঘুম ভাঙা বীজেরা জাগরিত হয়ে নীল আকাশে
হাত বাড়ায়।
যেমন,পূর্ণিমার তেজ কোটাল ভাটার বুকে আঘাত
হেনে জোয়ার হয়ে ছোটে,
বদলে দেওয়া তছনছ করা তেমনই
একটা ঝড় চাই।
যে ঝড় সমস্ত অন্ধত্ব কে সপাটে চাবুক
কষিয়ে, স্ব দর্পে চিৎকার করে বলবে
-জাগো, ওঠো, বদলে ফ্যালো , আঁকড়ে ধরে
থাকা সমস্ত অন্ধ গোঁড়ামিকে,
বলবে -মানুষের পৃথিবীতে বিভেদ বাদের
কোনো জায়গা নেই।
সর্বাত্মক জয়ের একমাত্র পথ যুদ্ধনয়-মারনাস্ত্র
নয়, শুধুমাত্র ভালোবাসা,
আর তা তোমাকে মেনে নিতেই হবে,
তবেই তুমি নিজেকে মানুষ বলার অধিকার
পাবে।হ্যা, সত্যিকারের মানুষ হওয়ার
অধিকার। তাইতো, মনোভূমিতে অন্ধত্বের
ভীতকে নড়িয়ে দেওয়া একটাতীব্র সুনামির
সাইক্লোন চাই। একটা ঝড়।