একদিন ভোর আসবেই,
জলন্ত মশাল হবো
আমরা,
মুছে দেবো সব কালো রাত্তির।
হাত ধরে আমরাই হবো মেঘ
লিখবো কবিতা
গাঁথা সৃষ্টির।
শিকল পড়বে খসে গারদের
মানুষেরা গাবে গান
মুক্তির।
সরলকে ভাবে যারা বুরবাক
চালাকির অস্ত্র টা
শানিয়ে।
আজও তারা মূর্খের স্বর্গে
জানেই না বাতাসটা
ঘুরবেই।
একদিন গুমোট টা পেরিয়ে
দখিনার গান সুরে
গাইবেই।
বদলের পালা চরে জাগছে
একদিন ঠিক ভোর
হাসবেই।