ইচ্ছে যদি থাকে প্রাণে
হতেই হবে বড়,
সবার আগে দিনটা তুমি
বড় করে গড়ো।/
দিনটা বড়,তাও কি সম্ভব?
কি করে তা হয়?
হাতড়ে ফিরি মনের ঘরে,
উত্তর খুঁজি বারে বারে।
বাবা যখন বলছে তখন
হবে তো নিশ্চয়।
কিন্তু,সূর্যোদয় আর সূর্যাস্ত
হয়তো ঘড়ি ধরে,
দিনটা বড় তবে আর
হবে কেমন করে!
ভেবে ভেবেই কাটলো দু দিন
এলো পরের দিন,
আকাশ পাতাল যোগ-বিয়োগেও
হলাম অর্বাচীন।
বাবার কাছে জবাব দিলাম
পারলাম না আর,
উত্তর টা দাও বুঝিয়ে
মানছি আমি হার।
বাবা বললেন মৃদু হেসে
দিনটাও হয় বড়ো
আলসেমি নয় জেগে যদি
ভোরে উঠে পড়ো,
সকাল সকাল উঠে তুমি
কাজটা সুরু করো।
দেখবে তখন হয়েই গ্যাছে
দিনটা অনেক বড়।
কৃতি যারা এমনি করেই
জীবন গড়ে বড়ো,
যদি ভাবো করবে কিছু
দিনকে বড় গড়ো।