সময়ের হাতটা ধরে
মেয়েদের ও এগোতে হবে,
এ সমাজ মানুষ গড়ার
আলো পথ পাবেই তবে।
মা ই তো গড়ে সন্তান
শিশুদের হাতটা ধরে,
সে ইতো এগিয়ে চলার
জীবনের সবটা গড়ে।
মেয়েরাও করছে প্রমাণ
সেরাটা তারা-ও পারে,
কাজেতেই দিচ্ছে প্রমাণ
তারা আাজ বারে বারে।
তবু কেনো ভ্রুণ হত্যা
জন্মদায়িনীই গঞ্জনা পায়,
কবে ভুল ভাঙবে সবার
মুছিয়ে এ-ই হায় হায়।
তবেই তো মানুষ গড়ার
এ সমাজ পথটা পাবে,
বসুধা বন্ধ্যা হলে
মরু সব গিলে খাবে।
আঁধারে ডুববে ভুবন
আলো ভোর হারিয়ে যাবে।
এখনই উপরে ফ্যালো
ভুলের এই মন্ত্রণাকে,
অপমান অবহেলায়
দূরে ঠেলার যন্ত্রণা কে।
মেয়েরাই বাসে ভালো
ব্যাথা রাতে শিয়রে বসে,
তবু কেনো, চায়না মেয়ে
কি জানি কোন হিসেব কষে?
এখনই বদলে ফেলি
ছেলে আর মেয়ের বেড়া,
উভয়কেই গড়তে হবে
জীবনে সমান সেরা।
যাতে আর কেউ না বলে
আমার ও ছেলে ই চায়।
মেয়ে হলেও সবায় ই যেনো
খুশিতেই গান সুরে গায়।
মেয়ে হলেও এক আদরেই
সবায়ই করবে বরণ,
ছেলে মেয়ে সবাই সমান
এ কথাই রাখবো স্মরণ।