সেই তো" রাজা"যার চোখেতে
প্রজার ব্যাথায় অশ্রু ঝরে,
রাজা হলেও দম্ভ নেই যার
চলে প্রজার হাতটা ধরে।
প্রজার দুখে আনতে সকাল
রাজা হয়েও যে উজানে বায়,
চলে সবার সঙ্গ নিয়ে
পিছিয়ে দেওয়ার নেই লড়াই।
ভোলে না সে, রাজা হয়েও
অভাবী জনের দুঃখ ব্যাথা,
কবি-গায়ক সবায়ই গায়
মহান উদার সে রাজার গাঁথা।
সেই রাজার দেশে নেই কোনো ভেদ
সকল প্রজার সমান মান,
সুখের বাতাস বয় সে দেশে
গায় সকলে জয়ের গান।