জানোকি,তোমার শরীরে যেই রক্ত
সবারই শরীরে তাই
একই, স্রষ্টা পিতার ঔরসজাত
সকলেই ভাই ভাই।
গর্ভধারিনী, সে-ও ছিল এক
তার ই সব সন্তান,
তবুও আমরা বিভেদে রাঙিয়ে
বেধেছি ভিন্ন গান।
হিন্দু হও বা মুসলিম বা
হও নামে খ্রিস্টান,
সে তো সবার পোশাক স্বরূপ
আসলে এক সমান।
হিটলার ছিলো ইহুদির ত্রাস
বোঝেনি তারা যে ভাই,
যদি বুঝত তারই সহোদর তারা
হতো না কো হায় হায়।
কেউ গোরা আর কেউ বা কালো
সে-তো এক ই গর্ভেও হয়,
তবে কেন হয় যুদ্ধ লড়াই হারের বিপর্যয়?
আসল সত্য, সকলেই এক
আমরা এক সমান,
মানুষ মানুষে নেই কোনো ভেদ
ভুল, জাত-পাত মান।