এমন একটা রাষ্ট্র আছে উল্টাপাল্টা নাম তার,
ঘুষখোরেরা নেতা বনে সৎ লোকেরা ছারখার।
লক্ষ টাকায় ছাগল কিনে কোটি টাকায় গরু,
জমি কিনে জেলায় জেলায়, বুদ্ধি তাদের সরু।
বুক ফুলিয়ে গাড়ি হাঁকে রাশভারিতে চলে,
কথা মতো কাজ নাহলে ফেলবে তবে কলে।
স্ত্রী পুত্র কন্যা স্বজন সবাই টাকার কুমির,
সবার আছে গাড়ি বাড়ি, মালিক সবাই জমির।
পাইক পেয়াদা পুলিশ কাজি সবাই নোয়ায় মাথা,
ভুক্তভোগী কেঁদে মরে বিচার হয়না যথা।
নিত্য পণ্য দিনেদিনে বেড়েই চলে যায়,
মজুদদারে চালায় বাজার কর্তা সবে ঘুমায়।
রক্ষক সবে ভক্ষক হলে, বেড়ায় খেলে ধান্য,
অবিচারে ভাসে জাতি, কর্তা হয়না মান্য।