বিহঙ্গ মন উড়িছে, সুখের বিহনে,
সুখের ঠিকানাহীন, সারাটি জীবন,
মায়াবী জোছনা নিয়ে, সুখ রহে স্বপ্নে
---- দেখায় অলীক মায়া, পোহায় যৌবন।
সুখের অতনু দেহ, ভাসে তৃষ্ণা নদে,
সন্তোষ হারায় ধনী, দূর অজানায়,
সমুদ্রে মিলায় সুখ, বেদনার বোধে,
সন্ধ্যা নামায় আঁধার, জীবন ফুরায়।
দরিদ্র নির্লোভ মনে, সেবিছে ঈশ্বর,
কৃতজ্ঞতা চিত্তে সদা, যা দিয়েছে তারে,
সন্তোষে আকীর্ণ মন, চৈতন্য নশ্বর,
নীরবে নিভৃতে কাটে, সুখের প্রহরে।
লোভাতুর মনে নাহি সুখের বিশ্বাস,
তুষ্টের প্রাসাদে সদা, স্বস্তির নিশ্বাস।