মাত্রা বিন্যাসঃ ৪+৪+৪+২

পুরোহিত আর মোড়ল মশাই'র মধুর বচন শুনে,
উপোস পেটে স্বপ্নঘোরে ঘুরছি স্বর্গ বনে।
ঊষাতারা আঁধার ছিঁড়ে  ডাকছে আমায় মেলা,
আর কতকাল ঘুমের ঘোরে কাটবে তোমার বেলা?
মোড়ল যাজক মিলে লুটে স্বাধীনতার ফসল,
দেশের তরে মায়াকান্না, লোকদেখানো কূটছল।
ভোরের পাখি ডেকে বলে, ওঠো স্বজন ত্বরা,
মজুদদারি, অবিচারে দেশটা হলো ভরা।
দিবস জুড়ে খাটুনিতে যায় ফুরিয়ে পান্তা,
সন্তানেরা কর্ম খোঁজে, গুলি ছোঁড়ে জান্তা।
বাইশ পরিবার নতুন সাজে গ্রাসে দেশের অর্থ,
অবিচারের ছলাকলায় স্বাধীনতা ব্যর্থ।
লক্ষ প্রাণের বলিদানে স্বাধীনতা আসে,
অগোচরে বীরাঙ্গনা অনটনে ভাসে।
আমজনতার সহায়তায় মুক্তিসেনা লড়ে,  
স্বাধীনতা অনলো কেড়ে সর্বজনের তরে।
ধূর্ত শেয়াল রটিয়ে যায় দেশটা তাদের বাপের,
শূলে চড়ায়, প্রাণ কেড়ে নেয় ছোবল মেড়ে সাপের।
শতবছর প্রাণের বানে স্বাধীনতা এলো,
অহং ছেড়ে, স্বার্থ ঝেড়ে দেশটা সবার বলো।
সাতসমুদ্রের পাড়ে দেখো আলোয় আলোয় রাখি ,
স্বপ্নের দেশে ডাকছে আমার সকালবেলার পাখি।