৪+৪
স্বপ্ন ছিল বড় হতে
পাঠশালাতে পড়বো পড়া,
বাবু হয়ে প্লেনে চড়ে
ঘুরবো সারা জগত জোড়া।
মায়ের আশা পূর্ণ হবে
বাবার হাসি ফুটবে মুখে,  
ছোটরা সব হবে খুশি
আনন্দেতে ভাসবে সুখে।

কারো আছে ভুঁড়ি ভুঁড়ি,
কেউবা ভোগে অর্ধাহারে
সিণ্ডিকেটে ঘুরায় কাঠি
পণ্য লুকায় মজুদ ঘরে।
লেখাপড়া শিখলে ওরা
কামলা চাকর হবে কারা?
--- এই আশাতে স্বাধীন দেশটা
করলো তারা রুগ্ন জরা।
যুদ্ধ করে রক্ত দিয়ে
আনলো সবাই স্বাধীনতা,  
ছলাকলা অনিয়মে
লুটলো ওরা মানবতা।

দাম বেড়ে যায় ফরফরিয়ে
বাবার চোখে জোনাক জ্বলে,
মায়ের চোখে অশ্রু ঝরে
স্বপ্নরা সব ভাসছে জলে।
পড়ালেখা গেল টুটে
বন্ধুরা সব অচিন পাখি,
চেনাজানা হল সব পর
ভূবন হলো টাকার রাখি।

যেতে হবে কারখানাতে
নয়বা হবো পথ টোকাই,
খুঁজে যাবো স্বপ্ন কোথা
যন্ত্র চাকায়, নাকি তোকাই।
বাবু পড়ে গেঞ্জি টুপি
শিশু দিবস ভন্ডের খেল,
টাকা উড়ে, বাজনা বাজে
পথশিশু দেখে ফ্যাল ফ্যাল।
           ---------------