সত্য শ্বাশত, চিরঞ্জীব, অবিনশ্বর গৌরবের।
মিথ্যা নশ্বর, ঠুনকো, নিন্দিত গ্লানিময়।
তবু্ও নিরেট কার্বোনেডো'র খোলস ছিঁড়ে
সত্যকে ভূমিষ্ট করাতে হয় কুহকে আকীর্ণ পৃথিবীতে।
মিথ্যা, পঙ্গপালের মতোন জ্যামিতিক ঢংয়ে
গ্রাস করে ঈপ্সিত স্বপ্নের ফসল সম্ভার,
সরল রৈখিক পথিকের স্বপ্ন-নির্যাস আকন্ঠ পান করে মখমলে সিংহাসন গড়ে দাম্ভিক মিথ্যুক,
বিপন্ন নারীর লোনা অশ্রুতে তপ্ত হয় হাজারো রজনী,
মিথ্যার দোর্দণ্ড বৈতালী ঝড়ে বিপর্যস্ত হয় স্বস্তির অলিন্দ।
আকাশ ভাঙ্গা রুদ্র ঝড়ে সত্যকে পাড়ি দিতে হয়
একা দুর্বিনীত গহীন কৃষ্ণ অন্ধ কালোবেলা,
ছেঁড়া পালে বাইতে হয় দোদুল্যমান তরী নিশিদিন,
আলোর স্বপ্নের বিভোরতায় ম্লান হয়ে যায় ক্লান্তি,
নিন্দিত নরকের বৈরী বাতাসে সত্য তবুও নির্ভীক---
নিরেট কঠিন ঈপ্সিত দীপ্ত ইতিহাস ছুঁবেই সত্য।
হেমলকের বিষে নীল হয়ে যাক সক্রেটিসের সুঠাম দেহ,
ক্রুশবিদ্ধ যীশুর ক্ষত বেয়ে বয়ে যাক রক্তগঙ্গা
---- তবুও উতালপাতাল ঢেউয়ের বৈতরণী পাড়ি দিয়ে
সত্য অবিচল অনন্ত প্রহরের স্পন্দিত পৃথিবীর জন্য।