মন সবকিছুরই অগ্রগামী, শ্রেষ্ঠ।
ব্যক্তি, পরিবার, সমাজ, ধর্মীয় সম্প্রদায়, রাষ্ট্র বা জাতির মন যদি
লুকোচুরি, হিংসা, দ্বন্দ্ব, অন্যায়-অবিচার, অনৈতিক আচরণে আকীর্ণ হয়,
তবে অর্থ, বিত্ত, শিক্ষা, সংস্কৃতি, লোকদেখানো অনুষ্ঠানের দাম্ভিকতা, পদবী, আভিজাত্য, প্রতিপত্তি, যশ, খ্যাতি, ক্ষমতা
সবই বর্বরের ময়ূরপুচ্ছ সদৃশ অযোগ্য কুহক অলংকার।
সেই ধর্ষিতা কলুষিত দেশ ও পৃথিবীর আরাধ্য ত্রাণকারী সন্তান,
সহজ সরল সাদা মনের মানুষ।