মাত্রা বিন্যাসঃ ৪+৪+৪+২

রাজনীতিটা নীতির রাজা বুদ্ধি দিয়ে চলে,
হানাহানি, গায়ের জোরে নয়বা কোনো ছলে।
মানবপ্রীতি, উদারতা, দেশপ্রীতি যার বুকে,
ত্যাগী মানুষ আগলে রাখে মরছে যারা ধুঁকে।
রক্ত-বাঁধন, স্বজনপ্রীতি সব ভুলে যায় নেতা,
দেশের তরে, আন্দোলনে অনড় স্বাধীনচেতা।
দুঃসময়ে দুর্বিপাকে মানুষেরই পাশে,
পোহায় বেলা সেবাদানে, নয়কো পদের আশে।
রোষানলে পড়ে গিয়ে কারাগারে বন্দী,
জনগণের অধিকারে করে নাকো সন্ধি।
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মতন্ত্র সবি,
মানুষেরই অভাব ঘুচলে আলোকিত রবি।
নয়তো সবি গলাবাজি ভানুমতীর খেলা,
রাজনীতিটা হয়ে উঠে চোর-ডাকাতের মেলা।
ছলাকলা, ফন্দিফিকির করে যদি নেতা,
দেশে চালায় মাৎস্যনীতি, অবিচারের হোতা।
জনগণের ভালোবাসা যেজন লাভে দেশে,
তার শাসনে সবাই চলে সুখী রাজার বেশে।