দিনে দিনে বেড়ে চলে, প্রেতের নগরী,
প্রেতেরা চলিছে সদা, শোভিত বসনে,
বুভুক্ষুর গ্রাসে হয় , সর্ব অধিকারী ,
অতৃপ্ত তৃষ্ণা তাদের, অর্থ খ্যাতি মানে।
তরুণ মোহিত হয়, মধুময় বোলে,
প্রতিবাদী কেউ নেই, নীরব দাসত্ব,
তরুণী হারায় মান, কূটিল শৃৃঙ্খলে,
জ্ঞানী গুণী অগোচরে---- ত্রাসের রাজত্ব।
রোগীর ঔষধ লুটে, সেবা নাহি জোটে,
প্রতারণা লুকোচুরি, নিত্যকার খেলা,
মানুষের ভাগ্য লুফে, হাসি তার ঠোঁটে,
দীনের দুখের দিনে, ক্লেশে কাটে বেলা।
একতার রঙে রঙে, সাজালে অন্তর,
ভয়ে প্রেত দূর হবে, ছাড়িয়া নগর।