জীবন মানেই পথ,
মানুষ পথিক।
অবিরাম পথচলা পথিকের।
পথে আছে বাঁক, আছে ঊঁচুনীচু বন্ধুরতা,
আছে মসৃণতা, আছে নৈসর্গিক সৌন্দর্য,
আছে কদর্যতা।
তবুও চলতে হয় পথিককে ।
ভালোবাসতে হয় পথকে, জীবনকে।
লক্ষীপেঁচার মতো বসে
ভেবে ভেবে দুঃখ পেয়ে কি লাভ !
সমুদ্রের সান্নিধ্য লাভের নদীর
স্বপ্নের মতো পথিক বয়ে চলে পথে
পূর্ণতার গৌরবের বিভোর স্বপ্নে।