খাবার বাটি হাতে
সকাল সন্ধ্যা রাতে,
ডাকবেনা আর কেউ কোনোদিন।
সন্ধ্যাতারার নীচে
গল্প বলতে বলতে
হাসবেনা আর কেউ প্রতিদিন।
জ্বরের প্রকোপ নাশে
থাকবেকি কেউ পাশে
নিদ্রাহীনা অহরাতভর?
উপোস জটর নিয়ে
খাবার ঢেকে দিয়ে
গুণবে কে আর অষ্টপ্রহর ?
টানাটানির বেলা
দুঃখকষ্ট মেলা,
লুকায় সদা অগোচরে।
খাওয়া হলে সবার
অল্পে তুষ্টি তাহার
তবু হাসি তার মুখ জুড়ে।
জাগরণে জপে
মঙ্গলধ্বনি তপে
পরিবারের সুখের লাগি।
বয়োভারে লুটে,
সবাই বাঁধন টুটে
হয়না কেহ দুখের ভাগী।