ছুটছে ! ছুটছে বহতা নদী নিরবধি,
ঘুরছে ! ঘুরছে ভালোবাসা মৃত্যু অবধি।
কেউ বলে, ভাঙে নদী রুদ্র অভিমানে,
ভালোবাসাও ভাঙে ভঙ্গুর কাঁচের মতোন।
সৃষ্টির তনুময় নদী আর অতনু ভালোবাসা
ধর্ষিতা কলঙ্কিতা করে রূঢ় মাংসাশী মানুষ
-- ক্ষীণ হতশ্রী হয় দানময় অঞ্জলির কোমল নদী,
হায়নার আঁচড়ে ক্ষত জাগে নিটোল ভালোবাসায়,
নীলাভ বিষবাষ্পে ছেয়ে যায় মনের এপাশ ওপাশ
---অনিবার্য বৈপরীত্যে নদী ও ভালোবাসা হারায় ছন্দিত চলন, পৃথিবীর স্পর্ধিত অপরূপ সৌকুমার্য্য
ম্রিয়মাণ, নতজানু হয়ে যায় কদর্য গ্লানিতে।
নদী নিভৃতে বয়ে যায় বিশালের একাগ্র অভিসারে,
মুছে নেয় পৃথিবীর তাবৎ পঙ্কিলতা বুকের অলিন্দে,
অতৃপ্ত বুভুক্ষুকের জন্যে সাজায় ফসল সম্ভার,
বহে অবিরাম দ্বিরুক্তিহীন সহিষ্ণু নারীর লাহান, নদী।
ভালোবাসাও দিনে দিনে অগোচরে বসতি গড়ে,
ঘুচায় ক্লেদাক্ত কৃষ্ণতা -- মর্মর মানুষ হয় মৃন্ময় মানুষ,
আকাশের বিরাটত্ব, সমুদ্রের ঔদার্যে ঋদ্ধ ভালোবাসা
নৈকট্য জুড়ে দেয় দেখা অদেখা মানুষে মানুষে।